মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ
মতিঝিল থেকে শ্রমিকলীগ নেতা গ্রেফতার
২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে নিরীহ ছাত্রদের হত্যার অভিযোগে দায়ের করা সিআর মামলা নং-২৮৫/২০২৫ এর অন্যতম আসামি মোঃ আবু বিন মোস্তানজিদকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার সকাল ১১টায় সদ্য নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। মোস্তানজিদ জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মচারী।
আরও পড়ুন: মুসাব্বির হত্যা: তিন আসামি রিমান্ডে, একজনের স্বীকারোক্তি
সূত্র জানায়, ২০১৪ সালে অবসর গ্রহণের পরও মোস্তানজিদ নিয়মিত করপোরেশনে উপস্থিত হয়ে নানা ধরনের বিশৃঙ্খলা ও সমস্যার সৃষ্টি করতেন। এতে সহকর্মীরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হন।
ভুক্তভোগীরা তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, তিনি শুধু একজন দায়ী ব্যক্তি নন, বরং নানাভাবে ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে অনেককে মানসিক ও পেশাগতভাবে নির্যাতন করেছেন।
আরও পড়ুন: রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র আন্দোলনে তার প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা ছিল বলে মামলার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আন্দোলন চলাকালীন সময়ে নিরীহ ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর ঘটনা দেশব্যাপী তীব্র নিন্দার ঝড় তোলে।
তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।





