নিষেধাজ্ঞা অমান্য করে আগারগাঁওয়ে আওয়ামী লীগের বড় মিছিল

রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা সত্ত্বেও আবারও রাজধানীতে মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ। এবার মিছিল হয়েছে আগারগাঁও এলাকায়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ বেতারের সামনে থেকে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন। মিছিলটি আগারগাঁও মোড়ে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আট নেতাকর্মী গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলের সময় পুলিশের একটি গাড়ি পাশ দিয়ে চলে যায়, তবে তা থামানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। এ সময় মিছিলকারীরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’সহ বিভিন্ন স্লোগান দেন।
শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক জানান, মিছিলে অংশ নেওয়া দুইজনকে আটক করা হয়েছে। ভিডিওতে পুলিশের গাড়ি থাকার বিষয়ে তিনি বলেন, “গাড়িটি একজন কর্মকর্তাকে আনার জন্য যাচ্ছিল, তাই সেসময় মিছিল থামানো সম্ভব হয়নি।”
আরও পড়ুন: ট্রিপোলজির জমকালো যাত্রা শুরু, গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হলো ঢাকায়
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান। এর তিন দিন পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলেও রাজধানী ও বিভিন্ন শহরে দলটির নেতাকর্মীরা মাঝে মাঝেই ঝটিকা মিছিল করছে।
গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পরও ঢাকার বাংলামোটর, উত্তরা ও মিরপুর এলাকায় বড় ধরনের মিছিল বের করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।