বগুড়ার ২১ মামলার আসামি আলোচিত কাউন্সিলর আমিনুল গ্রেফতার

বগুড়ায় গত ১৯ জুলাই দিবাগত রাতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও বিস্ফোরকসহ অন্তত ২১টি মামলার আসামি ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামকে (৫০) গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। তিনি শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গত শনিবার সকালে বগুড়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে একটি চৌকস টিম রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে ২১টি মামলার আসামি ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আমিনুল ইসলামকে গ্রেফতার করে। তিনি বগুড়া শহরের নিশিন্দারা এলাকার আব্দুল লতিফ মণ্ডলের ছেলে আমিনুল ইসলাম। তিনি পেশায় পরিবহন নেতা ও যুবলীগ নেতা এবং পৌরসভার কাউন্সিলর ছিলেন। তিনি গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন।
আরও পড়ুন: দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেফতার
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আতোয়ার রহমান জানান, গ্রেফতারকৃত আমিনুলের বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, বিস্ফোরক ও দুর্নীতি দমন কমিশনের মামলাসহ ২১টির বেশি মামলা তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন রয়েছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ৯টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন বলেও জানান তিনি।