কলকাতায় লুকিয়ে আছেন হাদি হত্যা মামলার পরিকল্পনাকারী বাপ্পি: ডিবির দাবি
মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনা ও নির্দেশে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবির তথ্য অনুযায়ী, হত্যার প্রধান পরিকল্পনাকারী বাপ্পি বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে রয়েছেন।
ডিবি জানায়, কলকাতার রাজারহাট, ওয়েস্ট বেরাবেরি ও মেঠোপাড়া এলাকার ঝনঝন গলির এক চারতলা ভবনের প্রথম তলার একটি ফ্ল্যাটে বাপ্পি আশ্রয় নিয়েছেন। সেখানে আরও চার–পাঁচজন আওয়ামী লীগ নেতা-কর্মী অবস্থান করছেন বলে জানা গেছে, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, তারা নিজেদের বাংলাদেশি পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে প্রায় এক বছর ধরে সেখানে অবস্থান করছেন।
আরও পড়ুন: ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: ডিআইজি ঢাকা রেঞ্জ
ফ্ল্যাটে থাকা যুবলীগ নেতা মফিকুর রহমান উজ্জল ও সাজিবুল ইসলাম সাংবাদিকদের জানান, বর্তমানে বাপ্পি সেখানে নেই। ডিবি সূত্র আরও জানায়, হত্যাকাণ্ডের শ্যুটার ফয়সাল করিম ও সহযোগী আলমগীর হোসেনও ভারতে পালিয়ে রয়েছেন।
অন্যদিকে, আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে—বাপ্পি ইতোমধ্যে ভারতের পুলিশের হাতে আটক হয়েছেন। তবে স্থানীয় নারায়নপুর থানা পুলিশ এ দাবি অস্বীকার করেছে। বিধান নগর পুলিশ কমিশনারের অফিস থেকেও জানানো হয়েছে, হাদি হত্যার আসামিরা কলকাতায় লুকিয়ে আছে—এমন তথ্য তাদের কাছে নেই।
আরও পড়ুন: বনশ্রীতে স্কুলছাত্রী হত্যাকাণ্ডে মিলল চাঞ্চল্যকর তথ্য
ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনোরূপ বক্তব্য দেওয়ার সুযোগ না থাকায় স্থানীয় পুলিশ কর্মকর্তা ও সরকারি দপ্তরগুলো সংবাদমাধ্যমে মন্তব্য করতে রাজি হয়নি।
হাদি হত্যার ঘটনায় বাংলাদেশে তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে ডিবি কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





