সিংড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর)
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ৪:৩৬ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে সিংড়া থানা পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের ইটালী-ইন্দ্রাশন গ্রামের মাঝামাঝি পাজাগাড়ী নামক স্থানে একটি পাকা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

স্থানীয়রা জনৈক মো. রবিউল ইসলাম রবু'র জমিতে আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই ঘটনা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: আরও দুইজন গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ৭