কাপাসিয়ায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় "বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আমন ধানের জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কলাকৌশল" শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট সোমবার বিকেলে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) গাজীপুর আঞ্চলিক গবেষণা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান সভাপতিত্ব করেন।
আরও পড়ুন: দামুড়হুদায় বিজিবির অভিযান, বিপুল পরিমাণ রুপা জব্দ
বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনা বেগমের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা প্রকল্পের মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ নুরুন-নবী মজুমদার, গাজীপুর বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আসাদ উল্লাহ এবং কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন প্রমুখ।
আরও পড়ুন: তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে সাংবাদিকদের মানববন্ধন
প্রশিক্ষণে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিনা’র উদ্ভিদ প্রজনন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাহমিনা ইয়াসমীন।
পরে প্রধান অতিথি কৃষক-কৃষাণীদের মাঝে বিনা জাতের উন্নতমানের লেবুর চারা বিতরণ করেন।
উপজেলার বিভিন্ন অঞ্চলের কৃষি ব্লকের ৫০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় বিনা ধানের ১৩টি জাতের ফলনের ওপর সম্যক ধারণা প্রদান করা হয়। বিনা ৮ জাতের ফলন ১২০ দিনের মধ্যে ফলানো সম্ভব বলে জানানো হয়।