জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা যুবদলের বিজয় মিছিল

চব্বিশের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের স্বৈরাচার পতনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা যুবদল।
আজ ৫ই আগস্ট সকাল ১১টায় উপজেলার ভুলতা-গাউসিয়া এলাকায় এই বিজয় মিছিল পালন করে রূপগঞ্জ উপজেলা যুবদলের ব্যানারে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আরও পড়ুন: আওয়ামীলীগ কুকর্মের জন্য আস্তাকুড়ে নিক্ষেপ হয়েছে: ড. মঈন খান
সাবেক ছাত্রনেতা ও রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মো. মাসুমের নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসভাপতি আমিরুল ইসলাম ইমন, রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, মশিউর রহমান টিপুসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় আবু মো. মাসুম বলেন, "ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা স্বৈরাচার ও তাদের দোসরদের পতনের মাধ্যমে বিদায় করেছি।"
আরও পড়ুন: তরুণ মেধার স্বীকৃতি স্বরূপ কাপাসিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
তিনি আরও বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত ১৭ বছর ধরে আন্দোলনে রাজপথে সরব ছিলাম। তারই ধারাবাহিকতায় স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের দোসররা দেশ ছেড়ে পালিয়েছে।"
আবু মো. মাসুম তার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, "আমাদের নেতাকর্মীদের তাদের থেকে শিক্ষা নিতে হবে, যেন আমরা কোনোভাবেই দেশের মানুষের কষ্টের কারণ না হই। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে রূপগঞ্জ থেকে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুতা মুক্ত একটি সুন্দর রূপগঞ্জ গড়ে তুলতে পারব।"