বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : এ্যানি

Sanchoy Biswas
লক্ষ্মীপুর সদর সংবাদদাতা
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমান, খালেদা জিয়া নির্বাচনের মাধ্যমে যদি ক্ষমতায় আসেন, তাহলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রত্যেক পরিবারকে একটি স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড দেওয়া হবে। এ তিনটা কার্ড বিশেষ, এর বাইরে অনেক সুযোগ-সুবিধা থাকবে। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদরাসা, সমাজ, আশ্রয়কেন্দ্র অনেক কিছু থাকবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: কুলাউড়ায় জব্দকৃত বালু অপসারণে জরিমানা

এ্যানি বলেন, স্বাস্থ্য কার্ডে স্বাস্থ্য-চিকিৎসা ফ্রি, সরকারি যে কোনো হাসপাতালে অপারেশন ফ্রি, সাথে ওষুধ ফ্রি। তারেক জিয়া এ ঘোষণা লন্ডনে বসে দিয়েছেন। তিনি শীঘ্রই বাংলাদেশে আসবেন। তারেক রহমান সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক সুযোগ-সুবিধা থাকবে। কম পয়সায় রেশন পাবেন, কম পয়সায় জিনিসপত্র কিনতে পারবেন। যে কোনো সুযোগ-সুবিধা ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। এ কার্ডে শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে বিনা বেতনে, বিনামূল্যে বই পৌঁছে যাবে। কৃষি কার্ডের মাধ্যমে বীজ, সার, কৃষকরা সুযোগ-সুবিধা পাবে। বাংলাদেশের মতো একটা গরিব দেশে আমরা যদি এ কাজগুলো করি, তাহলে কারো কাছে হাত পাততে হবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলার উন্নতি, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা ব্যবস্থা ও রাস্তা-ঘাটের উন্নয়ন করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যা যা করার দরকার, সে পদক্ষেপগুলো তারেক রহমানের নেতৃত্বে আমরা গ্রহণ করবো।

আরও পড়ুন: বিএনপিতে যোগ দিলেন মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম. বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম. ইউসুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।