ফখরুলের আসন দাবির মন্তব্যের প্রমাণ চাইল জামায়াত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যে জামায়াতের প্রতি করা মন্তব্যকে ‘অসত্য ও অমর্যাদাকর’ বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

জামায়াতের এই নেতা বলেন, ফখরুল যদি সত্যিই দাবি করে থাকেন যে জামায়াত বিএনপির কাছে আসন চেয়েছে, তাহলে তাকে সেই প্রমাণ দেখাতে হবে। প্রমাণ দিতে ব্যর্থ হলে জনসমক্ষে দুঃখ প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, জামায়াত নিজস্ব নেতৃত্বের অধীনে পরিচালিত হয় এবং কারো কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে দলটির কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের মতবিনিময়

অধ্যাপক গোলাম পরওয়ার ফখরুলের ব্যবহৃত ভাষাকে ‘তাচ্ছিল্যপূর্ণ’ আখ্যা দিয়ে উল্লেখ করেন, এর বিচার জনগণের ওপর ছেড়ে দেওয়া উচিত। তিনি বলেন, আমাদের রাজনীতি দেশ ও জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য।

এছাড়া জামায়াত ভবিষ্যতে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য থেকে বিরত থাকার জন্য বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন: সহিংসতা ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনী কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে

দ্বিতীয়দিকে, বিএনপি জানিয়েছে, ভারতের দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। মঙ্গলবার মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সাক্ষাৎকারে মহাসচিব এমন কোনো বক্তব্য দেননি। এর ভিত্তিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও, তা সত্য নয়।