বিএনপির কাছে কত আসন চেয়েছে জামায়াত, জানালেন মির্জা ফখরুল

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৯ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীর সঙ্গে বর্তমানে দলটির দূরত্ব তৈরি হয়েছে। ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে নানা ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে, অন্যদিকে জামায়াত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট দেওয়ার দাবি জানিয়েছে।

সম্প্রতি ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জামায়াতে ইসলামী বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল। তবে বিএনপি এতে উৎসাহ দেখায়নি এবং কম সংখ্যক আসন প্রস্তাব করেছিল। তিনি বলেন, “এটি তাদের মনঃপুত হয়নি।”

আরও পড়ুন: এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের মতবিনিময়

সাক্ষাৎকারে মির্জা ফখরুল আরও বলেন, “জামায়াত যত বড় বা শক্তিশালী নয়, আমরা অকারণে তাদের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর ও টিআর পদ্ধতি বিএনপির ওপর চাপ সৃষ্টি করার কৌশল।” তিনি জানান, জামায়াত ইতিমধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং বিভিন্ন এলাকায় প্রার্থীর নাম ঘোষণা করছে।

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, “ফেব্রুয়ারিতেই ভোট হবে। সংশয়ের কোনো জায়গা নেই। কোনও অশান্তি হবে না। মানুষ ভোটাধিকার ফেরত চাইছে, উৎসবের মতো ভোট হবে।”

আরও পড়ুন: সহিংসতা ও ভীতি প্রদর্শনের বিরুদ্ধে কঠোর আইনী কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে

তিনি আরও জানিয়েছেন, “জামায়াত ভোটে অংশ নেবে। পিআর–টিআর নয়, প্রচলিত পদ্ধতিতে ভোট হবে। এনসিপি কখনো আমাদের কাছে আসন চায়নি। তাদের একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।”

সাক্ষাৎকার সোমবার প্রকাশিত হয়েছে।