জেনে নিন কোন কোন পেশায় ডিভোর্সের ঝুঁকি বেশি?

Any Akter
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৭ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিবাহ একটি সামাজিক ও আইনগত বন্ধন, যা ভালোবাসা, বোঝাপড়া ও দায়িত্বের ভিত্তিতে টিকে থাকে। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বিবাহ বিচ্ছেদের হার বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান ডিভোর্স ডটকম-এর সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, কিছু নির্দিষ্ট পেশার মানুষদের মধ্যেই ডিভোর্সের প্রবণতা তুলনামূলক বেশি।

কোন কোন পেশায় বেশি ডিভোর্স?

আরও পড়ুন: আজ বিশ্ব ‘স্ত্রীর প্রশংসা দিবস’

বারটেন্ডাররা:

রাতের কাজ, গ্রাহকদের সঙ্গে ঘনিষ্ঠতা ও জীবনযাপনের ধরন সম্পর্ক ভাঙনের ঝুঁকি বাড়ায়।

আরও পড়ুন: হার্ট অ্যাটাকের সতর্ক সংকেত: কোন ৫টি লক্ষণ অবহেলা করা যাবে না

অ্যাডাল্ট পারফরম্যান্স আর্টিস্টরা:

পেশাগত কারণে দাম্পত্য জীবনে অনিরাপত্তা, ঈর্ষা ও প্রতারণার অভিযোগ বেশি দেখা যায়।

উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা:

মানসিক চাপ, পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকা ও সঙ্গীর একাকিত্ব সম্পর্কের স্থায়িত্ব নষ্ট করে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা:

রোগীকে অগ্রাধিকার দিয়ে সঙ্গীকে সময় দিতে না পারায় দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়।

ক্যাসিনো ও গেমিং সার্ভিসেস ওয়ার্কাররা:

জুয়ার পরিবেশ ও জীবনযাত্রার ধরণ বৈবাহিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলে।

ফ্লাইট অ্যাটেনড্যান্টস:

আকর্ষণীয় পেশা হলেও ক্রমাগত ভ্রমণ, মানসিক চাপ ও পরিবার থেকে দূরে থাকা ডিভোর্সের কারণ হয়ে দাঁড়ায়।

ব্যালে ডান্সাররা:

শারীরিক সমস্যা, কঠোর পরিশ্রম ও মানসিক চাপ সম্পর্ক ভাঙনের ঝুঁকি বাড়ায়।

গবেষণায় দেখা গেছে, যেসব পেশায় মানসিক চাপ বেশি, সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ কম কিংবা অনিরাপত্তা প্রবল—সেসব পেশাজীবীদের মধ্যে ডিভোর্সের হার তুলনামূলকভাবে বেশি।