বাজার থেকে নিখোঁজের দুই দিন পর নদীতে ভেসে ওঠে কলেজ ছাত্রের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাজার থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর বাজারের পাশ্ববর্তী নদীতে ভেসে উঠেছে নিখোঁজ যুবকের মরদেহ।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর (সোমবার) নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮টার সময় ফান্দাউক বাজারে ওষুধ আনতে গিয়ে আর বাড়ি ফেরেনি ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের বড় ছেলে মাহমুদুল ইসলাম (২১)। ঘটনার পর থেকে ব্যাপক খোঁজাখুঁজির পরও মাহমুদুলকে না পেয়ে অস্থির হয়ে পড়ে তার পরিবার ও প্রতিবেশীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মাহমুদুল নিখোঁজের খবর। ২২ সেপ্টেম্বর সকালে এলাকার কয়েকজন লোক বলভদ্র নদীতে কিছু ভেসে থাকতে দেখে কাছে গিয়ে মাহমুদুলের লাশ সনাক্ত করে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত মাহমুদুল রাজধানীর ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
এ বিষয়ে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ সাংবাদিকদের বলেন, "নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে, তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।"
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা