শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালী ও বরগুনায় র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে পটুয়াখালী জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প। উৎসব নির্বিঘ্নে পালনের লক্ষ্যে চেকপোস্ট, টহল কার্যক্রম, অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) র্যাব সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের ন্যায় পটুয়াখালী ও বরগুনা জেলাতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ লক্ষ্যে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের পক্ষ থেকে নিয়মিত চেকপোস্ট বসানো, টহল কার্যক্রম ও অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
অন্যদিকে, জেলার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের টহল ও সরেজমিন পরিদর্শন কার্যক্রম চলমান রয়েছে। যা উৎসবের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ পূজা মণ্ডপ কমিটির প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি এ সময় পটুয়াখালী সদরের শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির, আখড়াবাড়ি ও পুরান বাজার পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বাহিনী।