২১ দিনে রেমিট্যান্স এলো দুই বিলিয়ন ডলার

সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ দশমিক ০৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের অঙ্ক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের জানান, এ সময়ে প্রবাসী আয় এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৭৭৮ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৬৩ কোটি ডলার।
আরও পড়ুন: বিএফআইইউর হস্তক্ষেপে ব্যর্থ হলো ইকবালের ২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা
২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে চলতি সেপ্টেম্বরের ২১ দিন পর্যন্ত দেশে এসেছে ৬৯৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৫৭৭ কোটি ডলার। অর্থবছর হিসেবে এটি প্রায় ২০ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের ২১ দিন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৬৯৩ কোটি ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫৭৭ কোটি ডলার। অর্থবছর হিসাবে গত অর্থবছরে একই সময়ের চেয়ে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২০ দশমিক ১ শতাংশ।
আরও পড়ুন: অস্থির বাজারে বাড়ছে ভোজ্যতেলের দাম
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। আর গেল আগস্টে এসেছিল ২৪২ কোটি ২০ লাখ ডলার বা ২৯ হাজার ৫৪৮ কোটি ৪০ লাখ টাকা।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড পরিমাণ। আর পুরো অর্থবছর (২০২৪-২৫) জুড়ে প্রবাসী আয় এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।