পিরোজপুরে মহা সড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

Sadek Ali
মো. শফিকুল ইসলাম,পিরোজপুর
প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:১৬ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর ওপর হামলায় জড়িতদেরকে গ্রেফতার করে বিচারের দাবীতে পিরোজপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহরের খুলনা-বরিশাল মহা সড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপি এ বিক্ষোভ মিছিল করা হয়। 

এতে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল ও জেলা সভাপতি ইমরান খান রাসেলসহ আরও অনেকে। বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলায় যৌথ বাহিনীসহ যারা জড়িত রয়েছে সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

এর আগে দিনব্যাপী শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি কনভেনশন হলে নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া ও নবগঠিত পিরোজপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় দলের জেলা ও উপজেলার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।