নেত্রকোনা জেলা ছাত্রদল সভাপতির ব্যতিক্রমী উদ্যোগ

শিক্ষাবান্ধব মনোভাব থেকে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী গ্রহণ করেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। সোমবার (২২ সেপ্টেম্বর) তিনি জেলার সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা পরিদর্শন করে শিক্ষার পরিবেশ, সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় কোমলমতি শিশুদের মাঝে চকলেট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষও এ উদ্যোগকে স্বাগত জানায়।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম দীপসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, ভবিষ্যতে নেত্রকোনার শিক্ষার মানোন্নয়নে সর্বদা সচেষ্ট থাকব।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা