ইসরাইল-ইরান যুদ্ধ: ৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র হারাল যুক্তরাষ্ট্র

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৫৯ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে ইসরাইলের ১২ দিনের যুদ্ধে প্রায় ৫০ কোটি ডলারের উন্নতমানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত বাজেট নথিতে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের সময় ওয়াশিংটন তেল আবিবকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র ‘১০০ থেকে ১৫০টি থাড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করে। এর মোট মূল্য দাঁড়ায় প্রায় ৪৯৮.২৬৫ মিলিয়ন ডলার।

আরও পড়ুন: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে

মার্কিন সামরিক-বিষয়ক গণমাধ্যম ‘দ্য ওয়ার জোন’ এবং ‘বিজনেস ইনসাইডার’-এর প্রতিবেদনে জানানো হয়, ক্ষেপণাস্ত্র প্রতিস্থাপনের জন্য পেন্টাগন জরুরি তহবিলের অনুরোধ করেছে। তবে এ বাজেট কার্যকর করতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। সূত্র: মেহের