চাকসুতে মনোনয়নপত্র নেওয়ার সময় বাড়ল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। ছাত্রদল ও ইসলামী ছাত্র মজলিসের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়
নতুন তফসিল অনুযায়ী, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস
ঘোষিত আগের তফসিল অনুযায়ী, মঙ্গলবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন এবং বুধবার দুপুর ৩টা পর্যন্ত জমা দেওয়ার সময়সীমা নির্ধারিত ছিল। তবে ছাত্রদল ও ইসলামী ছাত্র মজলিস সময় বাড়ানোর আবেদন করলে নির্বাচন কমিশন তা মঞ্জুর করে।
দুপুর দেড়টার দিকে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল ১১টার দিকে ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান লিখিত আবেদন জমা দেন। আবেদনে বলা হয়, গত ৩০ ও ৩১ আগস্টের সংঘর্ষে আহত শিক্ষার্থীরা এখনও গ্রামে অবস্থান করছেন এবং অনেকেই চূড়ান্ত পরীক্ষায় ব্যস্ত থাকায় নির্ধারিত সময়ে ফরম সংগ্রহ করতে পারেননি। একইভাবে ইসলামী ছাত্র মজলিসও মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানায়।
এদিকে, মঙ্গলবার রাত পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের মোট ২৩২টি পদের বিপরীতে ১ হাজার ৮৮ জন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪৮৮ জন এবং হল সংসদের ২০৬টি পদের বিপরীতে ৬০০ জন ফরম নেন।
সময় বৃদ্ধির ঘোষণা আসার পর উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। তবে বুধবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ছাত্রদল, ছাত্রশিবির এবং গণতান্ত্রিক ছাত্র জোটের শীর্ষ নেতাদের কাউকে মনোনয়ন জমা দিতে দেখা যায়নি।
আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৭ জন। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর।