ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পর্তুগাল

ইউরোপের দেশ পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী রোববার (২১ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হবে বলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, জাতিসংঘের আসন্ন উচ্চপর্যায়ের সম্মেলনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরের সময় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঙ্গেল বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন।
আরও পড়ুন: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে
গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তখন স্পেন ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলোকেও একই পথে হাঁটার আহ্বান জানিয়েছিল। তবে সে সময় পর্তুগাল অপেক্ষাকৃত সতর্ক অবস্থান নেয়।
ইইউ’র ২৭ সদস্যদেশের মধ্যে এখনো অল্প কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে সুইডেন, সাইপ্রাস এবং কিছু সাবেক কমিউনিস্ট রাষ্ট্র।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি
আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিন ইস্যু বড়ভাবে আলোচিত হবে। কূটনৈতিক সূত্র বলছে, এ সময় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম ও লুক্সেমবার্গও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।