টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা

Sadek Ali
শফিকুজ্জামান খান মোস্তফা,টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৫ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিএনপি নেতা এসএম আনিছুর রহমান ওরফে উত্তমের স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুইজবাড়ি বাজার এলাকায় অবস্থিত লিওন বেকারির ভেতরে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে মুখোশধারী ৪-৫ জন সশস্ত্র ব্যক্তি বেকারিতে ঢুকে পড়ে। তারা মূলত মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তমকে খুঁজছিল। তবে তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আনিছুর রহমান উত্তম জানান, হামলাকারীদের তিনি চিনতে পারেননি। তার দাবি, হত্যাকারীরা তাকে উদ্দেশ্য করে এসেছিল, কিন্তু অনুপস্থিতি টের পেয়ে তার স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পটভূমির কারণে ঘটনাটি নাশকতা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে—তা নিয়েও আলোচনা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্ত শেষ হলে হত্যার প্রকৃত কারণ পরিষ্কার হবে।