শনিবার পর্যন্ত ভাঙ্গার অবরোধ স্থগিত

Any Akter
আজিজুল হক , ফরিদপুর
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:২১ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত করেছে সর্বদলীয় সমন্বিত কমিটি। মঙ্গলবার ( দুপুরে জেলা প্রশাসকের আশ্বাস এবং দুর্গাপূজা উপলক্ষ্যে মানুষের ভোগান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে আন্দোলনকারীদের একাংশ জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে হয়রানি করলে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবারের সহিংসতার পর মঙ্গলবার সকাল থেকেই ভাঙ্গা ছিল থমথমে। কয়েকটি পয়েন্টে অবস্থান নিলেও মহাসড়ক অবরোধ করেনি আন্দোলনকারীরা। ফলে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সহিংসতা এড়াতে মাঠে আছেন তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসক জানিয়েছেন, কেউ অবরোধের চেষ্টা করলে সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হবে