শারদীয় দুর্গোৎসবে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:০৭ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ বছর সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি উপভোগ করবেন। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, পূজার মূল আনুষ্ঠানিকতার আগেই এ ছুটির ধারাবাহিকতা শুরু হচ্ছে।

আগামী ১ অক্টোবর (বুধবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে। এরপর ৩ ও ৪ অক্টোবর শুক্রবার ও শনিবার পড়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে তৈরি হয়েছে টানা চার দিনের ছুটির সুযোগ।

এদিকে, ২১ সেপ্টেম্বর (রোববার) শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার সূচনা হলেও সেদিন সরকারি ছুটি নেই। তবে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি ঐচ্ছিক ছুটি নিয়ে থাকেন।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির ব্যবধান ভিন্ন হতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বর্ষপঞ্জিতে মহালয়ার জন্য ছুটি না থাকলেও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সূচি অনুযায়ী অনেক প্রতিষ্ঠানে সেদিন ছুটি থাকবে। ফলে কোথাও পাঠদান চলবে, আবার কোথাও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।