গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ৯৮ নিহত, আহত ৩৮৫
গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত বোমা ও গোলাবর্ষণে গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৮৫ জন আহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, তবে সরঞ্জাম ও জনবল সংকটের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযানে গাজায় এখন পর্যন্ত মোট ৬৫ হাজার ৬২ জন নিহত এবং ১ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন আহত হয়েছেন।
যুদ্ধবিরতির ইতিহাসও রক্তাক্ত। গত ১৯ জুন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় দুই মাসের জন্য যুদ্ধবিরতি ঘোষিত হলেও, ১৮ মার্চ সেটি ভেঙে আবারও হামলা শুরু করে ইসরায়েল। সেই থেকে গত পাঁচ মাসে ১২ হাজার ৫১১ জন নিহত এবং ৫৩ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
এছাড়া, খাদ্য ও ত্রাণসামগ্রী সংগ্রহে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম হামলা হয় ২৭ মে, এরপর থেকে এ ধরনের হামলা চলমান। শুধু বুধবারই ত্রাণ নিতে গিয়ে ৭ জন নিহত এবং ৮৭ জন আহত হন। ফলে এ পর্যন্ত ত্রাণ সংগ্রহের পথে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫০৪ জনে, আহত হয়েছেন ১৮ হাজার ৩৪৮ জন।





