নির্বাচনের অপেক্ষায় ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা: আমীর খসরু

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বর্তমানে নির্বাচনের অপেক্ষায় রয়েছেন।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তিন সম্পাদক-এনসিপির ৬ নেতাসহ ২০ জনকে গানম্যান প্রদান

আমীর খসরু বলেন, “বাংলাদেশে বিনিয়োগের জন্য অনেকের উৎসাহ আছে, তবে সবাই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। দেশের অর্থনীতিকে রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ অর্থনীতি রক্ষা করাও জরুরি।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে এলডিসি উত্তরণ স্থগিত করা প্রয়োজন। বাংলাদেশের ভবিষ্যৎ, অর্থনীতি, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য এটি জরুরি।”

আরও পড়ুন: দেশে ফিরলে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সময় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, “এলডিসি উত্তরণ স্থগিত নয়, বরং অন্তত তিন বছর পেছানো প্রয়োজন। এই মুহূর্তে বাংলাদেশ এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত নয়।”

বৈঠকে তিনি আরও বলেন, “২০ জন শ্রমিক আবেদন করলে ট্রেড ইউনিয়ন করার সুযোগ থাকলেও, এটি কার্যকর হলে ইউনিয়নের অপব্যবহার হতে পারে।”