এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার ও সি-প্লেন বুকিং সুবিধা

Sadek Ali
তথ্যপ্রযুক্তি
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৫১ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উবারে আসছে হেলিকপ্টার ও সি-প্লেন বুকিং সুবিধা

সানফ্রান্সিসকোভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানি উবার জানিয়েছে, আগামী বছরের মধ্যে তাদের অ্যাপের মাধ্যমেই যাত্রীরা সরাসরি হেলিকপ্টার বা সি-প্লেন বুক করতে পারবেন।

আরও পড়ুন: ট্রাম্পের সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে সিলিকন ভ্যালি

উবার এই উদ্যোগে কাজ করছে বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি নির্মাতা জোবি এভিয়েশন-এর সঙ্গে। সম্প্রতি জোবি যাত্রী পরিবহনকারী ব্লেড এয়ার মোবিলিটি অধিগ্রহণ করেছে। সবকিছু একীভূত হলে বিশ্বের বড় শহরগুলোতে উবার অ্যাপ থেকেই সহজে ফ্লাইট বুকিং সম্ভব হবে।

যদিও নির্দিষ্ট রুট ও ভাড়া এখনো চূড়ান্ত হয়নি, তবে বিমানবন্দর রুটগুলোকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ব্লেডের তথ্য অনুযায়ী, ম্যানহাটন থেকে নিউইয়র্কের জেএফকে বা নিউ জার্সির লিবার্টি বিমানবন্দর পর্যন্ত হেলিকপ্টার ফ্লাইটের ভাড়া প্রায় ১৯৫ ডলার।

আরও পড়ুন: অনলাইন জুয়া নিয়ে কঠোর বিধান: ২ বছরের কারাদণ্ড ও ১ কোটি টাকা অর্থদণ্ড

উবার আশা করছে, নতুন এই সেবা শহুরে যাতায়াতকে আরও দ্রুত ও আধুনিক করে তুলবে, যেখানে রাস্তার জ্যাম কিংবা সময়ের চাপ থাকবেনা।