মাদক কারবারদের দস্তা দস্তি করে আটক করা পুলিশদের পুরস্কৃত করলেন ঠাকুরগাঁও এসপি

ছবিঃ সংগৃহীত
মাদক কারবারীদের হাতেনাতে ধরতে গোয়েন্দ পুলিশ ঠাকুরগাঁও শহরে দুজন মাদক ব্যবসায়ীকে ঘিরে ধরে ফেলে। এক সময় মাদক ব্যবসায়ীরা পড়ে যাওয়ার জন্য পুলিশের সাথে দস্তা দস্তি শুরু করে। একপর্যায়ে কুস্তি যুদ্ধের মত পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে প্রতিযোগিতামূলক কুস্তি হয়ে যায়। পুলিশও তীব্র প্রতিরোধের মুখে মাদক ব্যবসায়ীদের ধরে থানায় নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়ে গেলে পুলিশের ডিবি টিমের বিশেষ প্রশংসা পায়। ঠাকুরগাঁও এর পুলিশ সুপার জাহিদুল ইসলাম সোমবার এই সাহসী পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কার প্রদান করেন।