চাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাফি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশ নিচ্ছেন না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়
ফেসবুক পোস্টে রাফি লিখেছেন, তিনি রাজনীতিতে নতুন এবং পূর্বে কখনো ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। একজন শিক্ষানবিশ হিসেবে শেখার প্রক্রিয়ায় রয়েছেন। ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সংগঠনের শীর্ষনেতৃত্বের সঙ্গে আলোচনা করেই চাকসু নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তিনি আরও জানান, ক্যাম্পাসে অনেক সিনিয়র, জুনিয়র ও বন্ধু নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের প্রতি তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। তবে এ সিদ্ধান্তে কোনো রাজনৈতিক চাপ কাজ করেনি, বরং সাংগঠনিক কর্মকাণ্ডে মনোযোগী থাকার স্বার্থেই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস
রাফি বলেন, নির্বাচনের বাইরেও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো কাজে তিনি সবসময় সক্রিয় থাকবেন। আপাতত সংগঠনকে শক্তিশালী করাকেই তিনি মূল লক্ষ্য হিসেবে দেখছেন।
তাঁকে যারা উৎসাহ ও সমর্থন দিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাফি আরও বলেন, মানুষের মতো তিনিও ভুল করতে পারেন, তবে আলোচনার মাধ্যমে ভুল সংশোধন করে সামনে এগিয়ে যেতে চান।
আমাকে দোয়ায় রাখবেন। দেখা হবে অধিকার আদায়ের মিছিলে, সংগ্রামের রাজপথে! ইনকিলাব, জিন্দাবাদ।