আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আসীন করতে ঐক্যের বিকল্প নেই : এ্যানি

Sadek Ali
মনির হোসেন বাবুল, রামগঞ্জ
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:০৯ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচন তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের পতাকাকে উঁচিয়ে ধরতে হবে। এখন থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি  বলেন  এই সম্মেলন থেকে নতুন নেতৃত্ব উঠে আসবে, ঘরে ঘরে গিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করবে। 

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আজকের এই সম্মেলনে আমরা সবাই এক মঞ্চে এসেছি রামগঞ্জে ঐক্যের বন্ধন গড়ে উঠেছে। এখানে কোনো পক্ষ-বিপক্ষ নেই, কোনো মতভেদ নেই। উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয়েছেন।

রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম। 

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপি নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, ইমাম হোসেন, হারুন অর রশিদ, ইয়াছিন আলী ও রামগঞ্জ আসনের সাবেক সাংসদ ও প্রয়াত প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার সহধর্মিনী নাসিমা হক প্রমুখ।

কাউন্সিল উপলক্ষে আয়োজিত সমাবেশ পরবর্তী বিকাল সাড়ে ৩টায় গোপন ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়। উল্লেখ্য উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ১৯জন প্রার্থী ভোটে অংশগ্রহণ করছেন। উপজেলার ১০টি ও পৌরসভার ১০টি ওয়ার্ডের ১৪২০জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।