জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৮ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অবশেষে বহুল আলোচিত জনপ্রশাসন সচিব মুখলেসুর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে বদলি করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে জনপ্রসন মন্ত্রণালয়ের এপিডি শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। তবে এখনো পর্যন্ত কাউকে এ পদে নিয়োগ দেওয়া হয়নি। মন্ত্রণালয়ের শীর্ষ পদে সম্ভাব্য স্থলাভিষিক্ত সচিব হিসেবে ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানের নাম উঠে এসেছে।

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে তিনি ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব পদ থেকে নতুন দায়িত্ব নেবেন।

২৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সরিয়ে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে মো. মোখলেস উর রহমানকে দায়িত্ব দেওয়া হয়। মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

সচিব পদে নিয়োগের পর প্রশাসনে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। পদায়ন ও পদোন্নতি নিয়ে নানা সমালোচনা, সংস্থা প্রধান এবং জেলা প্রশাসক নিয়োগে বিতর্ক দেখা দেয়। এছাড়া নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও উঠে সংবাদমাধ্যমে।