শারদীয় দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

Any Akter
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এ বছর শারদীয় দুর্গাপূজা উদযাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি আগের চেয়ে আরও দৃঢ় হবে এবং কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই সোমবার সকালে নারায়ণগঞ্জ শহরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, “এবারের দুর্গাপূজা খুবই উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। সারা দেশে ৩৩ হাজার পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তাই কোথাও নিরাপত্তা ঝুঁকির আশংকা নেই।”

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

তিনি আরও জানান, সরকার সব ধরনের মানুষ যাতে মিলেমিশে উৎসব উদযাপন করতে পারেন সেই ব্যবস্থা করেছে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে। প্রতিমা নির্মাণের শুরু থেকেই পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া প্রতিটি মণ্ডপ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আগামী ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী ও আয়োজকদের নিজস্ব ভলান্টিয়ার কাজ করবে। পূজারি ও দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা পালন করতে পারবেনমণ্ডপ ঘিরে কোনো জনসমাগম হবে না। তবে কিছু দোকান থাকবে, যা পূজা উদযাপন কমিটি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসেন, র‍্যাব-১১ ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, বিজিবি ৬২ ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতারা।

পরিদর্শনের পরে স্বরাষ্ট্র উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।