ট্রাম্পের ঘোষণা, কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:০২ পূর্বাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতারে আর কোনো হামলা চালাবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ভবিষ্যতে কাতারের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেবেন না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র। অনেকে হয়তো জানে না, তবে তিনি (নেতানিয়াহু) এখন থেকে কাতারের সঙ্গে সহযোগিতায় কাজ করবেন।”

আরও পড়ুন: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে

এর আগে গত ৮ সেপ্টেম্বর দোহার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমানবাহিনী হামলা চালায়। হামাসের শীর্ষ নির্বাহী খলিল আল হায়া এবং গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে এ হামলা করা হয়েছিল। মাত্র ১৫ মিনিট স্থায়ী ওই অভিযানে হামাস সংশ্লিষ্ট পাঁচজনসহ মোট ছয়জন নিহত হন। তবে খলিল আল হায়া এবং হাইকমান্ডের অন্য সদস্যরা প্রাণে বেঁচে যান।

ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশ ইসরায়েলের এ পদক্ষেপের তীব্র নিন্দা জানায়।

আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি

৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছিলেন, কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল সম্ভাব্য ইসরায়েলি হামলার ব্যাপারে। তিনি দাবি করেন, নেতানিয়াহু শান্তি প্রতিষ্ঠার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং বিষয়টি যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলেন। এর পর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে দোহাকে সতর্কবার্তা দেওয়া হয়।

তবে পরদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “না, তারা আমাকে আগে কিছু জানায়নি। আমি এ হামলার খবর পেয়েছি অন্যদের মতো করেই।”