চাকসুতে আরও ১ দিন মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়লো

Sanchoy Biswas
মো. সাবিত বিন নাছিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৭:১২ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:০৯ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ তিন যুগ পর শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে গত ১৪ ই সেপ্টেম্বর থেকে মনোনয়ন বিতরণ শুরু হয়ে ১৬ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও বৃদ্ধি করা হয়েছে এর সময়সীমা।

১৭ সেপ্টেম্বর সংগ্রহকৃত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও তা পরিবর্তন করে আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করে আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত তা জমা দেওয়া যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ৭ম সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানা গেছে।

আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, গত ৩০ ও ৩১ আগস্ট এলাকাবাসীর হামলায় আহত শিক্ষার্থীদের কথা ভেবে মনোনয়নপত্র বিতরণের সময় আরও একদিন ও জমা দেওয়ার সময় আরও ১ দিন বর্ধিত করা হয়েছে। পাশাপাশি ডোপ টেস্ট নিয়ে কিছু জটিলতা দেখা দেওয়ায় তা সমাধানের চেষ্টা চলছে। সর্বোপরি এই সকল বিষয় বিবেচনা করে সময় বর্ধিত করা হয়েছে।