চাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ চবি ছাত্রদলের

দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। ১৪ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ। আজ মনোনয়নপত্র বিতরণের শেষ দিনে চাকসু ভবনে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীসহ অন্যান্য কার্যকরী ছাত্র সংগঠনও আজ মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনকে সামনে রেখে বর্তমানে চলছে মনোনয়নপত্র বিতরণ কর্মসূচি। চাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের এই কার্যক্রমে গতকাল পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলে ফর্ম বিক্রি হয়েছে মোট ১৬৯টি। আজ শেষ দিনে চাকসু ভবনে এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম বেলা সাড়ে তিনটা পর্যন্ত চলমান থাকার কথা থাকলেও প্রার্থীদের উপচে পড়া ভিড়ে তাদের কথা চিন্তা করে প্রধান নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিয়েছেন সময় বৃদ্ধি করার। তিনি জানান, প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত ফর্ম বিতরণ করা হবে।
আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়
তবে আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন হলেও, প্রার্থীরা বুধবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এবং আগামী ১৮ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়ন বাছাই শেষে আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়ন নেওয়া অধিকাংশ প্রার্থীই স্বতন্ত্র। এখনো পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি বিশ্ববিদ্যালয়টির শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত কোনো প্রার্থী বা প্যানেল। তবে তৃতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলসহ অন্যান্য কার্যকরী ছাত্র সংগঠনগুলো।
আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস
চাকসু মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সম্পর্কে এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন গণমাধ্যমকে জানান, আজকে চাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম নিতে এসে কেউ ফেরত যাবে না। প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত ফর্ম বিতরণ করা হবে।
এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী গণমাধ্যমকে জানান, আমরা যেমন খুশি তেমনি শঙ্কিত যে কত বেশি ছাত্র আসবে, তাদেরকে আমরা সামলাতে পারব কি না বা ভিড় নিয়ন্ত্রণ করতে পারব কি না। যার জন্য আমরা ১৪টি হলের জন্য ১৪টি বুথ করেছি। এবং যদি ছাত্র-ছাত্রীর উপস্থিতি বেশি হয়, সাড়ে তিনটার পরেও আমরা তাদের মনোনয়নপত্র দেব।
বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহের শেষে চাকসু নির্বাচন সম্পর্কে বিশ্ববিদ্যালয়টির শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন গণমাধ্যমকে জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের একমাত্র চাওয়া। আমরা আহ্বান করছি চাকসু নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে তারা বাংলাদেশের স্বাধীনতার চেতনা এবং জুলাই স্পিরিট ধারণকারী ফ্যাসিস্ট বিরোধী শক্তিকেই নেতৃত্বে নিয়ে আসুক।