এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের দাবি তুলল শিক্ষার্থীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন ঢাবি শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের মতবিনিময়
স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শতভাগ মেধাভিত্তিক করতে হবে এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের স্বজনদের জন্য চালু থাকা সব ধরনের পোষ্য কোটা বাতিল করতে হবে।
আরও পড়ুন: রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর, উত্তাল ক্যাম্পাস
এসময় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান জানান, এ বিষয়ে ইতোমধ্যে একটি রিট করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধানে বদ্ধপরিকর। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমন্বয় করার আশ্বাস দেন তিনি।
তবে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আবারও যদি "আইওয়াশ" ধরনের কোনো সিদ্ধান্ত আসতে চেষ্টা করা হয়, তাহলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। হয়েছে।