লিবিয়া থেকে আইওএম-এর সহায়তায় দেশে ফিরছেন ১৭৬ বাংলাদেশি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০১ পূর্বাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় বুধবার (১৭ সেপ্টেম্বর) এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ দূতাবাস, ত্রিপলি জানিয়েছে, ফেরত আসা নাগরিকরা আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর UZ222) মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন।

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশারের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে বাংলাদেশিদের বিদায় জানান। এ সময় রাষ্ট্রদূত অবৈধ অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক দিক তুলে ধরে ভবিষ্যতে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, অবৈধ অভিবাসন কেবল ব্যক্তিগত আর্থিক ও শারীরিক ক্ষতি ডেকে আনে না, পরিবার ও সমাজকেও দুর্ভোগে ফেলে। পাশাপাশি এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি