চাঁদাবাজির অভিযোগে তাঁতী দল নেতার গ্রেফতার দাবি, থানায় অবস্থান এলাকাবাসীর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪২ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৪৯ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর বাগমারায় চাঁদা না পেয়ে নবাব হোসেন বাচ্চু (৩২) নামে জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে আহত হন নারায়ণ ভবানী (৫৭) নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।

এ ঘটনার পর তাঁতী দল নেতা বাচ্চুর গ্রেফতারের দাবিতে শতাধিক গ্রামবাসী মঙ্গলবার দুপুরে বাগমারা থানায় অবস্থান নেন। পরে মামলা গ্রহণ ও গ্রেফতারের আশ্বাস দিলে তারা থানার সামনে থেকে সরে যান।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চু গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলার চাঁইসাড়া গ্রামের বাসিন্দা নারায়ণ ভবানীর কাছে কয়েক দিন আগে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন তিনি। টাকা দিতে অস্বীকার করায় মঙ্গলবার দুপুরে বাড়ি ফেরার পথে নারায়ণকে আটকিয়ে বাচ্চু মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাচ্চুর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং তাকে আটকের চেষ্টা চলছে। চাঁইসাড়া গ্রামবাসীর নিরাপত্তার বিষয়েও পুলিশ ব্যবস্থা নেবে।

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

এলাকাবাসী জানায়, এর আগেও চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বাচ্চুকে আটক করা হয়েছিল। তবে কিছুদিন পর তিনি ছাড়া পান।

এদিকে উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন বলেন, বাচ্চুর অপরাধের দায় বিএনপি বা সংগঠন নেবে না। তিনি যে অপরাধ করেছেন, তার কোনো ক্ষমা নেই।