অভিনেত্রী শবনম ফারিয়ার নতুন জীবন শুরু

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ে করেছেন। তার বর তানজিম তৈয়ব, যিনি রাজশাহীর সন্তান। তানজিম অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর করেছেন এবং বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত রয়েছেন।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর রাজধানীর মাদানি এভিনিউয়ের আল মুস্তফা মসজিদে এই বিবাহ সম্পন্ন হয়। কালের কণ্ঠকে একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মিষ্টিমুখ করাতে শবনম ফারিয়া বাদাম ও খেজুর পরিবেশন করেছেন।
আরও পড়ুন: ‘বৌদি’ শব্দটি এখন অশ্লীল ইঙ্গিত দিয়ে ব্যবহার করা হয়: স্বস্তিকা
শবনম ফারিয়া তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে, পরে জনপ্রিয়তা নিয়ে অভিনয়ে পা রাখেন। একক নাটক থেকে ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মন জয় করেন। এছাড়া অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।