তিস্তা প্রকল্পে প্রতিনিধি দল পাঠাচ্ছে চীন, জানুয়ারিতেই শুরু হতে পারে কাজ

তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের আগ্রহের বিষয়টি এবার আনুষ্ঠানিক রূপ পাচ্ছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, এ বিষয়ে একটি কারিগরি প্রতিনিধি দল শিগগিরই বাংলাদেশ সফরে আসছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রিজওয়ানা হাসান ইতোমধ্যে জানিয়েছেন, আগামী জানুয়ারির মধ্যে প্রকল্পের কাজ শুরু হতে পারে। ভূ-রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই প্রকল্পে ভারতের আগ্রহের কথাও আগের সরকারে প্রকাশ পেয়েছিল।
আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা
চীনের প্রতিনিধি দল আগামী মাস নাগাদ বাংলাদেশে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্পটি চীনের ঋণে বাস্তবায়িত হবে। প্রাথমিকভাবে বাংলাদেশ ৫৫ হাজার কোটি টাকা ঋণ চাইছে। তবে কারিগরি মূল্যায়ন ও সম্ভাব্যতা যাচাইয়ের পর ঋণের পরিমাণে পরিবর্তন আসতে পারে। এরই মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) চীনের সঙ্গে আলোচনার কাজ চালিয়ে যাচ্ছে।
চীন বাংলাদেশকে তাদের বৈশ্বিক সুশাসন উদ্যোগে (জিএসআই) যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছে। সরকার বিষয়টি নোট করেছে। গত মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরের পর থেকেই তিস্তা প্রকল্পে কার্যক্রম গতি পায়।
আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি
পানি সম্পদ মন্ত্রণালয় মে মাসে পরিকল্পনা কমিশনে পাঠানো চিঠিতে জানিয়েছিল, প্রকল্পের জন্য চীনের ঋণ নেওয়ার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, গত মে মাসেই ভারতের তৎকালীন পররাষ্ট্রসচিব বিনয় কোয়েত্রা ঢাকায় এসে তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন। শেখ হাসিনার সরকারও চাইত, এই প্রকল্পে ভারতের অর্থায়ন হোক।