বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলা

ফিলিপাইনের আরসিবি ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় আদালতের মাধ্যমে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবি) থেকে ৮১ মিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি বলেন, আমাদের আদালত নির্দেশ দিয়েছে। রিজার্ভ চুরির মামলার এই অর্থ বাজেয়াপ্ত হয়েছে। পরবর্তী কর্মপন্থা নির্ধারণে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন। শিগগিরই বিস্তারিত জানানো হবে।’

আরও পড়ুন: বিএফআইইউর হস্তক্ষেপে ব্যর্থ হলো ইকবালের ২৮৭ কোটি টাকা উত্তোলনের চেষ্টা

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে অজ্ঞাত হ্যাকাররা সুইফট কোড ব্যবহার করে মোট ১০১ মিলিয়ন ডলার চুরি করে। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে যায়। বাকি ২০ মিলিয়ন ডলার শ্রীলঙ্কার এক ব্যাংকে পাঠানোর চেষ্টা বানান ভুলের কারণে ব্যর্থ হয়।

পরে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার উদ্ধার করতে সক্ষম হলেও, অবশিষ্ট টাকার বড় অংশ ক্যাসিনো খাতে পাচার হয়। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশে বাজেয়াপ্ত অর্থের ব্যবস্থাপনা ও আইনগত কার্যক্রম এগিয়ে নিতে প্রক্রিয়া শুরু হয়েছে।

আরও পড়ুন: অস্থির বাজারে বাড়ছে ভোজ্যতেলের দাম

উল্লেখ্য, রিজার্ভ চুরির ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ তৎকালীন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত করছে সিআইডি।