জুলাই সনদ বাস্তবায়নে ২১ সেপ্টেম্বরের মধ্যেই সিদ্ধান্ত চায় ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫১ অপরাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ২১ সেপ্টেম্বরের (রোববার) মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় কমিশনতবে ব্যর্থ হলে সিদ্ধান্ত ২ অক্টোবরের পরে চলে যেতে পারে।

আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা শুরুর সময় তিনি এ কথা জানান। আলী রীয়াজ বলেন, বিশেষজ্ঞরা সনদ বাস্তবায়নে চারটি পদ্ধতির প্রস্তাব দিয়েছেনঅধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট ও বিশেষ সাংবিধানিক আদেশ।

আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি

তিনি আরও জানান, কমিশনের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে, তবে কমিশন দীর্ঘসূত্রতা এড়িয়ে দ্রুততম সময়ে ঐকমত্যে পৌঁছাতে চায়। তাঁর ভাষায়, “আমরা মনে করি না যে আগামী এক মাস ধরে এই বিষয়ে আলোচনা করতে হবে। আমরা খুব দ্রুত একটা ঐকমত্যের জায়গায় উপনীত হতে পারব।”

আলী রীয়াজ বলেন, ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা নিউইয়র্কে যাচ্ছেন এবং তিনি ২ অক্টোবর দেশে ফিরবেন। তাই এর আগেই কমিশন সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন, গণভোট ও সাংবিধানিক আদেশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য বিশেষজ্ঞদের পরামর্শের মাধ্যমে দূর করা সম্ভব হবে।

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে গত ১২ ফেব্রুয়ারি সরকার কমিশনটি গঠন করে। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করা হয়।