এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
ডা. তাসনিম জারা জানিয়েছেন, দেশের পুরোনো রাজনৈতিক কাঠামো থেকে বেরিয়ে সংস্কারের পথে হাঁটার আকাঙ্ক্ষা থেকেই তিনি ন্যাশনাল কনসেনসাস পার্টি (এনসিপি) থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিএনপি নেতার মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান মির্জা ফখরুল
সংলাপে তিনি বলেন, দেশের বিদ্যমান প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোয় জবাবদিহিতার ঘাটতি ব্যাপক। “সব জায়গায় জটিলতা। যে যার জবাবদিহি করবে, সেই তার নিয়োগকর্তা”—এমন মন্তব্য করে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন একটি কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা নিয়ে আলোচনাকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া জরুরি। একই সঙ্গে যারা ক্ষমতায় থাকবে, তাদের জবাবদিহিতা নিশ্চিত করাও অপরিহার্য।
আরও পড়ুন: এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
তাসনিম জারা জানান, জনগণ পরিবর্তন চায় এবং তারা পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত আর গ্রহণ করতে প্রস্তুত নয়। এই পরিবর্তন ও নতুন ধারার রাজনীতিতে অংশগ্রহণের জন্যই তিনি দলের মনোনয়ন না নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির হয়ে ঢাকা-৯ আসনে লড়ার কথা ছিল ডা. তাসনিম জারার। তবে গত ২৭ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন যে, তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।





