বনশ্রীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা
রাজধানীর বনশ্রী এলাকায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে দশম শ্রেণির এক শিক্ষার্থী। ফাতেমা আক্তার লিলি (১৭) নামের ওই কিশোরীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের ‘প্রীতম বিলায়’ নামের একটি ভবনে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: মুসাব্বির হত্যা: তিন আসামি রিমান্ডে, একজনের স্বীকারোক্তি
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিলির মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
নিহত লিলি স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে।
আরও পড়ুন: রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে, প্রকাশ্য এলাকায় এমন নৃশংস হত্যাকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।





