ড. এম এ কাইয়ুমের উদ্যোগে ঢাকা-১১ আসনে জুলাইয়ে আহত ও নিহত পরিবারে আর্থিক সহায়তা বিতরণ
ঢাকা–১১ আসনের বিএনপি মনোনীত সংসদ প্রার্থী ড. এম এ কাইয়ুম বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা লিং রোডে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেন।
ড. কাইয়ুম এই সময় বলেন, “দেশের প্রতিটি সংকটে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। যারা জুলাইয়ে জীবন দিয়েছেন কিংবা আহত হয়ে মানবেতর জীবনযাপন করছেন, তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি।”
আরও পড়ুন: মুসাব্বির হত্যা: তিন আসামি রিমান্ডে, একজনের স্বীকারোক্তি
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র ধ্বংস করেছে এবং উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং কোনো খাতে যেন দুর্নীতি না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।”
বক্তব্যের শেষাংশে ড. কাইয়ুম বলেন, “বিএনপি একটি গণমানুষের দল। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য। জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ, দুর্নীতিমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চাই।”
আরও পড়ুন: রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, যাত্রীরা নিরাপদে নামতে সক্ষম





