জেদ্দায় শুরু হচ্ছে তৃতীয় ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো, অংশ নিচ্ছে বাংলাদেশ

আগামী ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সৌদি আরবের Jeddah International Exhibition and Convention Center-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী 3rd Saudi Fashion and Tex Expo। বাংলাদেশ থেকে স্বনামধন্য কোম্পানিগুলো অংশ নেবে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ (EPB) এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও সুদৃঢ় ও সম্প্রসারিত করার ক্ষেত্রে এ এক্সপোকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৫-এ অংশ নিচ্ছে বাংলাদেশ
এক্সপো উপলক্ষে ২১ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে জেদ্দার WOW Diamond Hotel-এ আয়োজিত হবে ‘Meet the Press’ অনুষ্ঠান। এতে গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের সময়সূচি
আরও পড়ুন: প্রবাসীদের সেবা বাড়ানোই প্রধান লক্ষ্য: জেদ্দার নতুন কনসাল জেনারেল সাখাওয়াত হোসাইন
🕔 বিকাল ৫.০০টা – আসন গ্রহণ
🕔 বিকাল ৫.১৫টা – মান্যবর কনসাল জেনারেল-এর বক্তব্য
🕔 বিকাল ৫.২০টা – প্রশ্নোত্তর পর্ব
🕔 বিকাল ৫.৪০টা – আপ্যায়ন
🕕 সন্ধ্যা ৬.০০টা – সমাপ্তি