টেকনাফে গহীন পাহাড়ে অভিযান: নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

Sadek Ali
হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার
প্রকাশিত: ২:৩০ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৩০ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো হওয়া নারী, পুরুষ ও শিশুসহ মোট ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল। কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ৮টার দিকে পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ২০ জন দালাল পালিয়ে যায়। তবে গহীন পাহাড়ের একাধিক গোপন আস্তানা থেকে ২৩ জন নারী, ২২ জন পুরুষ ও ২১ জন শিশুকে উদ্ধার করা হয়। তাদের অধিকাংশই রোহিঙ্গা নাগরিক।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, “উদ্ধারকৃতদের মধ্যে কেউ পাচারের প্রলোভনে এসেছে, আবার কেউ কেউ সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের হাতে অপহৃত হয়ে জিম্মি ছিল। এ ঘটনায় জড়িত দালাল ও পাচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে।”

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, টেকনাফ এলাকায় সক্রিয় রয়েছে একাধিক মানবপাচারকারী চক্র, যারা কখনও মালয়েশিয়া যাওয়ার আশ্বাস দিয়ে আবার কখনও মুক্তিপণের দাবিতে মানুষ অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে রাখে।

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

উদ্ধারকৃতদের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তারিত তথ্য শুক্রবার সকালে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে।