গাজীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, অভিযোগ দায়ের হয়নি এখনও

গাজীপুর মহানগরীর কাশিমপুর শ্মশান মন্দিরে দুর্গাপূজার জন্য তৈরি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।
গাজীপুরের কাশিমপুর এলাকায় শ্মশান মন্দিরে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি চলছিল। প্রতিমাগুলো আংশিক প্রস্তুত থাকলেও এখনও রঙ করা হয়নি। বুধবার দুপুরে বৃষ্টির কারণে কারিগর ও মন্দিরের লোকজন কাজ বন্ধ রেখে চলে গেলে সন্ধ্যায় ফিরে এসে ৫-৬টি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পান।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
এ ঘটনায় দুটি প্রতিমার হাত ও একটি ঘোড়ার কান ভেঙে গেছে বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দির কর্তৃপক্ষ জানায়, পূজা শুরু না হওয়ায় পাহারা বসানো হয়নি এবং এলাকায় সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত প্রতিমাগুলো পুনরায় মেরামত করা হবে বলেও তারা জানিয়েছেন।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রবীর দত্ত বাপ্পা বলেন, “বুধবার পূজা মণ্ডপের কাজ শেষে প্রতিমাগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বিকেলে দুর্বৃত্তরা মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে।”
কাশিমপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করছি চুরি করতে গিয়ে প্রতিমা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখনও মন্দির কর্তৃপক্ষ কোনো অভিযোগ করেনি, আইনগত প্রক্রিয়া চলমান।”