বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:১০ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কানাডার সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়। এতে বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক ‘হলুদ চিহ্ন’ এবং পার্বত্য অঞ্চলের জন্য ‘লাল চিহ্ন’ দেখানো হয়েছে।

আরও পড়ুন: হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১২৮

এর অর্থ হলো— বাংলাদেশ ভ্রমণে কানাডার নাগরিকদের উচ্চমাত্রায় সতর্ক থাকতে হবে। তবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভ্রমণ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে।

কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা, অপহরণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত সংঘাতের ঝুঁকি বিদ্যমান। এ ছাড়া বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও সম্ভাব্য বিক্ষোভ, সংঘর্ষ ও দেশজুড়ে হরতাল-অবরোধের মতো পরিস্থিতির কথা উল্লেখ করে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল

কানাডা সরকার আরও জানিয়েছে, বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি যেকোনো মুহূর্তে অবনতি ঘটতে পারে এবং এর আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে। তাই নাগরিকদের ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।