১৭ বিয়ের অভিযোগে বরখাস্ত বরিশালের বন কর্মকর্তা কবির হোসেন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৯ পূর্বাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রতারণার মাধ্যমে ১৭ নারীকে বিয়ে করার অভিযোগে আলোচিত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। এদিকে পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা (উপ-বন সংরক্ষক) ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে বরিশালের ভারপ্রাপ্ত বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সূত্রে জানা গেছে, নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা আজ (১৭ সেপ্টেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ করবেন। বরিশাল উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে নিশ্চিত করেছেন, মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি ই-মেইল পাওয়া গেছে।

এর আগে ১১ সেপ্টেম্বর প্রতারণার শিকার দাবি করে ১৭ জন নারী ও তাদের স্বজনরা বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, বিদেশে পড়াশোনা, সরকারি চাকরির সুযোগ, বিমানবালা হিসেবে নিয়োগ কিংবা সম্পত্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে কবির হোসেন তাদের বিয়ে করেছিলেন।

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলু। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে পিবিআইকে।

আইনজীবীর দাবি, অভিযুক্ত কবির হোসেন তার পূর্ববর্তী বিবাহ গোপন রেখে একে একে ১৭টি বিয়ে করেছেন, যা মুসলিম ফ্যামিলি আইন ১৯৬১ এর বিধান লঙ্ঘন। এর মাধ্যমে তিনি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করেছেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।