মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ৫ আগস্ট ঘিরে হত্যা মামলার আসামি জামিল মোল্লাকে (৪৩) গ্রেপ্তার। এ সময় লিটু খান (৫০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ৯ টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যা মামলার আসামি জামিল মোল্লা সদরের বাংলাবাজার ইউনিয়নের বানিয়াল ভু-কৈলাশ গ্রামে। জামিল মেঘনা নদীতে ডাকাত দলের সদস্য। আপর গ্রেপ্তার লিটু খান সদরের পাশবর্তী টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় গ্রামের। লিটু খানের বিরুদ্ধে মারামারির মামলা রয়েছে।
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পুলিশ জানায়, গত বছরের ২৪ সালের ৫ আগস্ট ঘিরে ছাত্র-জনতার একদফার চূড়ান্ত আন্দোলন শুরু হয়। আগেরদিন ৪ আগস্ট সকাল ৯ টার দিকে মুন্সীগঞ্জ শহরের কৃষিব্যাংক চত্বরে ছাত্র-জনতা ঝড়ো হয়ে আন্দোলনের প্রস্তুতি নিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় গুলিতে শহরের উত্তর ইসলামপুর এলাকার তিনজন দিনমজুর নিহত হয়। গুলিবিদ্ধ হয়ে আহত হয় অন্তত দুই শতাধিক ছাত্র-জনতা।
পরবর্তীতে নিহত মো. সজল হত্যার ঘটনায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনসহ ৩০১ জনকে আসামি করে নিহত সজলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন৷ এই মামলার এজাহারনামীয় আসামি জামিল মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেন।
আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা
সদর থানার (ওসি) এম সাইফুল আলম জানান, একজন ছাত্র হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি লিটু খাকে বিয়েবাড়িতে মারামারির মামলায় আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে।