মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সন্মেলন, পরে কমিটির কার্যক্রম স্থগিত

Sadek Ali
আশিকুর রহমান,নরসিংদী
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৫:১০ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার নজরপুরে এক প্রবাসী পরিবার স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির মিথ্যা অভিযোগ এনে সংবাদ সন্মেলন করার প্রতিবাদে পাল্টা সংবাদ সন্মেলন ও প্রতিবাদ সভা করেছেন নজরপুর ইউনিয়ন বিএনপি। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর নতুন বাজারে এ সংবাদ সন্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সন্মেলনে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার বলেন, আমার দলের নেতা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুকের বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের অর্থদাতা সৌদি প্রবাসী শামীম আহম্মেদ যে মিথ্যা অভিযোগ ও অপবাদ করছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং বনোয়াট। ৫ আগষ্টের পর এই চরাঞ্চলে নব্য বিএনপির সৃষ্টি হয়েছে। তারা বিগত সময়ে আওয়ামী লীগের তলে থেকে এবং বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সুযোগ সুবিধা নিয়ে তারা এখন বিএনপির বড় নেতা সেজেছে। শান্ত চরাঞ্চলকে অশান্ত করতে এবং চরাঞ্চল মানুষের মাটি ও মানুষের নেতা আগামীদিনের নরসিংদী সদরের এমপি খায়রুল কবির খোকন ভাইয়ের ইমেজ কমাতে পায়তারা করছে তারা। যদি কেও বলতে পারি আমি ও আমার দলের কোনো নেতা কারও কাছ থেকে দশ টাকা চাঁদা এবং কারও জমি দখল করেছি বলতে পারে তাহলে আমরা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবো। প্রশাসনের কাছে আবেদন যিনি অভিযোগ করেছেন তিনি কে? তার পূর্বের আমলনামা কি? তা বের করতে হবে এবং কারা তাকে পিছন থেকে শেল্টার দিচ্ছে তা খোঁজে বের করতে হবে। তিনি আরও বলেন, প্রবাসী শামীম গাজীকে ব্যবহার করে যারা দলের বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন তাদের হুশিয়ার ও সাবধান করে দিতে চাই। এসময় সদস্য সচিব কামরুল পাঠান, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্থানীয় বিএনপির সংবাদ সন্মেলন শেষ না হতেই নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সকল কার্যক্রম স্থগিত করেন সদর উপজেলা বিএনপি। সন্ধ্যায় সদর উপজেলা বিএনপির প্যাডে বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ তোফাজ্জল হোসেন (টবু) এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সদস্যসহ নেতৃবৃন্দদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিটির সকল কার্যক্রম স্থগিত রাখা হলো।

আরও পড়ুন: পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

উল্লেখ্য গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নজরপুর ইউনিয়নের দিলারপুরে সৌদি প্রবাসী ও দিলারপুর বাজারের আল আরাফা ইসলমী ব্যাংক (এজেন্ট) ব্যাংকিয়ের মালিক ব্যবসায়ী শামিম আহমেদ গাজী (৪০) ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুকের বিরুদ্ধে ডোনেশন দাবি সহ নানা ধরনের হয়রানির অভিযোগ এতে সংবাদ সন্মেলন করেন। পরে ঘটনায় দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টি করে।